ইরাকে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে।
আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, যে হলে অনুষ্ঠানের আয়োজন করা হয় সে হলের মালিককেও গ্রেফতার করা হয়েছে।
গত বৃহস্পতিবার উত্তর ইরাকের একটি বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক মানুষ নিহত হয়। ইরাকের প্রধানমন্ত্রী এই ঘটনায় দ্রুত তদন্তের ঘোষণা দেন। সেই ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের তথ্য জানানো হলো।
খবর অনুসারে, ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি অগ্নিকাণ্ডে আহতদের দেখতে স্থানীয় দুইটি হাসপাতালে যান। সেখানে তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল