গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা থামছেই না। প্রতিদিনই বহু মানুষের প্রাণহানি হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিন হাজার ৭৮৫ জনের প্রাণ গেছে। অন্যদিকে, হামাসের হামলায় এক হাজার ৪০৩ ইসরায়েলির প্রাণ গেছে। হামাসের সাথে ইসরায়েলের এই সংঘাতের কারণে বেকায়দায় পড়তে চলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সম্প্রতি এক জরিপে বলা হয়েছে, সংঘাতে তেলআবিব যদি জয়ীও হয় তাতেও মাসুল গুনতে হবে নেতানিয়াহুকে। ইসরায়েলি দৈনিক পত্রিকা মারিভর উদ্যোগে পরিচালিত এক জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতায় থাকা উচিত নয়। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।
জরিপ অনুসারে, জরিপে অংশ নেওয়া ৬৫ শতাংশ ইসরাইলি গাজায় স্থল হামলার বিষয়টি সমর্থন করেন। আর ২১ শতাংশ অংশগ্রহণকারী এর বিপক্ষে মত দিয়েছেন। জরিপের ৮০ শতাংশ অংশগ্রহণকারীর ভাষ্য- বেনিয়ামিন নেতানিয়াহুর ৭ অক্টোবরের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় নেওয়া উচিত। এবিষয়টি নিয়ে আল-জাজিরার এক সাংবাদিক জানান, জরিপে নেতানিয়াহুর জন্য কোনো ভালো খবর নেই। তিনি বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করে নিজেকে একজন বৈশ্বিক রাষ্ট্রনায়ক হিসেবে উপস্থাপনের চেষ্টা করলেও ইসরায়েলের জনগণ মনে করছে নেতানিয়াহুর বিদায় নেওয়া উচিত।
বিডি-প্রতিদিন/শফিক