২০ নভেম্বর, ২০২৩ ১০:১৮

গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলি বন্দীদের মুক্তি নিয়ে যা বলছে কাতার

অনলাইন ডেস্ক

গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলি বন্দীদের মুক্তি নিয়ে যা বলছে কাতার

পানির জন্য অপেক্ষা করছে ফিলিস্তিনিরা

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেছেন, গত মাসে ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় ২০০ জনেরও বেশি ইসরায়েলি বন্দীর মুক্তির জন্য ‘একটি চুক্তি’তে পৌঁছাতে কেবল ‘সামান্য’ কিছু চ্যালেঞ্জ রয়েছে।

আল জাজিরার খবর অনুসারে, কাতারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ কিছু অতিরিক্ত বিবরণ দিয়েছেন এইকসঙ্গে কিছু সময় প্রয়োজন বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, ‘আলোচনায় যে চ্যালেঞ্জগুলি রয়ে গেছে তা বড় চ্যালেঞ্জগুলির তুলনায় খুব সামান্য। সেটা বাস্তব এবং লজিস্টিক। 

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

শনিবার ওয়াশিংটন পোস্ট পত্রিকা জানায়, যুদ্ধ বিরতির বিনিময়ে বন্দীদের মধ্যে নারী ও শিশুদের মুক্ত করার জন্য একটি সম্ভাব্য সমঝোতা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, সব পক্ষই অন্তত পাঁচ দিনের জন্য যুদ্ধ আক্রমণ বন্ধ রাখবে এবং বন্দীদের ছোট ছোট দলে ভাগ করে মুক্তি দেবে। যদিও হোয়াইট হাউস এই প্রতিবেদন ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে। 

কাতারের প্রধানমন্ত্রী বলেন, আমি এখন আরও আত্মবিশ্বাসী যে, আমরা একটি চুক্তিতে পৌঁছানোর যথেষ্ট কাছাকাছি আছি।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর