৬ ডিসেম্বর, ২০২৩ ১০:৫৬

এবার ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

এবার ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর সাম্প্রতিক হামলায় জড়িত চরমপন্থি ইহুদি বসতি স্থাপনকারীদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ হবে একটি বিরল ঘটনা।

সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বুধবার (৬ ডিসেম্বর) বলা হয়, পশ্চিম তীরে সহিংসতা নিয়ে ইসরায়েলকে কয়েক দফায় সতর্ক করার পর ভিসা নিষেধাজ্ঞার এই ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মূলত অবৈধভাবে বসতি স্থাপনকারী ছাড়াও সহিংসতা চালানো ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে এই ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নতুন ভিসা নীতির বিষয়ে বিস্তারিত তথ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, গত ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হিংসাত্মক কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ হাজারের কাছাকাছি দাঁড়িয়েছে। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর