২৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:০০

গাজায় গুরুতর আহত ইসরায়েলের পাঁচ সেনা

অনলাইন ডেস্ক

গাজায় গুরুতর আহত ইসরায়েলের পাঁচ সেনা

যুদ্ধের সম্মুখভাগে ইসরায়েলি একদল সেনা

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজায় যুদ্ধরত অবস্থায় তাদের পাঁচজন সেনা গুরুতর আহত হয়েছেন।

আল জাজিরার খবর অনুসারে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, রবিবার গাজায় সংঘর্ষে পাঁচ সেনা গুরুতর আহত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

দক্ষিণ গাজায় লড়াইয়ে আহত তিন সৈন্যের মধ্যে প্যারাট্রুপার্স ব্রিগেডের একজন সৈনিক, কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের একজন সৈনিক এবং একজন প্যারাট্রুপার অফিসার রয়েছেন।

অন্যদিকে কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের ৬০১তম ব্যাটালিয়নের দুই সেনা উত্তরাঞ্চলে লড়াইয়ে আহত হয়েছেন। 

এদিকে ওয়াল স্ট্রিট জার্নালে একটি উপসম্পাদকীয়তে ইসরায়েলি সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছে, হামাস পদ্ধতিগতভাবে গাজার বেসামরিক এলাকার ভেতরে এবং নীচে তার অবকাঠামো স্থাপন করেছে। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী ‘ভারাক্রান্ত হৃদয়ে’ লড়াই করছে এবং উভয় পক্ষের বেসামরিক প্রাণহানির দুঃখজনক ক্ষতি সম্পর্কে সচেতন।

তিনি বলেন, আমাদের যুদ্ধ হামাসের বিরুদ্ধে, গাজার জনগণের বিরুদ্ধে নয়। আমরা হামাসের ক্রসফায়ারে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য ব্যাপক ব্যবস্থা গ্রহণ করি।  

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর