সিরিয়ায় গত সপ্তাহে যৌথ সামরিক অভিযানে প্রায় দুই হাজার বিদেশি-সমর্থিত তাকফিরি বিদ্রোহী নিহত হয়েছে। সিরিয়ার সামরিক বাহিনী ও তাদের রুশ মিত্রদের সমন্বয়ে পরিচালিত হয় এই অভিযান।
অভিযানের অংশ হিসেবে সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী আস্তানা ও জমায়েত লক্ষ্য করে হামলা চালানো হয়। রুশ সমন্বয় কেন্দ্র জানায়, এ হামলায় ১২০ জন বিদ্রোহী নিহত হয়।
এছাড়া হামার উত্তর-পশ্চিম প্রান্তে চলমান সংঘর্ষে কয়েক ডজন তাকফিরি বিদ্রোহী নিহত হয়েছে। সেই সঙ্গে ধ্বংস করা হয়েছে বিদ্রোহীদের বহু যানবাহন।
হামার আশপাশে নিরাপত্তা জোরদার
সিরিয়ার সেনাবাহিনী হামার আশেপাশে ২০ কিলোমিটার এলাকাজুড়ে নিরাপত্তা বেষ্টনী বাড়িয়েছে। এই অভিযানে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গোষ্ঠীর ৩০০ বিদ্রোহী নিহত হয়। সিরীয় সেনাবাহিনী বিদ্রোহীদের ২৫টি ড্রোন ধ্বংস করেছে এবং তাদের গুরুত্বপূর্ণ সরবরাহ লাইন বিচ্ছিন্ন করেছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি, প্রেসটিভি
বিডি প্রতিদিন/একেএ