মার্কিন সেনাবাহিনী জানিয়েছে বৃহস্পতিবার উত্তর-পশ্চিম সিরিয়ায় বিমান হামলায় আল-কায়েদা-সম্পর্কিত সশস্ত্র গোষ্ঠীর একজন জ্যেষ্ঠ সদস্য নিহত হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, এই অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলিকে ব্যাহত ও দুর্বল করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই বিমান হামলায় হুররাস আল-দিন গোষ্ঠীর মুহাম্মদ সালাহ আল-জা'বির নিহত হয়েছেন।
তবে অভিযানের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি যুক্তরাষ্ট্র।
এ বিষয়ে সিরিয়ার বর্তমান সরকারও কোনো মন্তব্য করেনি। তবে দীর্ঘদিন ধরেই সিরিয়ায় সন্ত্রাসী দমনের নামে সামরিক অভিযান চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার বর্তমান ক্ষমতাসীন নেতা আহমেদ আল-শারাও এখনও রয়েছেন মার্কিন নিষেধাজ্ঞার তালিকায়।
সূত্র: আরব নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল