অধিকৃত পশ্চিম তীরের উত্তর-পশ্চিমে নূর শামস শরণার্থী শিবিরে অভিযানের সময় আট মাসের অন্তঃসত্ত্বা এক ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
রবিবার স্থানীয় সংবাদ সংস্থা ওয়াফা এই খবর প্রকাশ করেছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ভুক্তভোগীকে সুন্দুস জামাল শালাবি (২৩) হিসেবে শনাক্ত করেছে। বলা হয়েছে, ওই নারী ইসরায়েলি বন্দু হামলায় তার ভ্রূণও হারিয়েছে, এতে তার স্বামীও গুরুতর আহত হয়েছেন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, আহতদের হাসপাতালে স্থানান্তর করতে বাধা দেওয়ায় চিকিৎসা দল ভ্রূণের জীবন বাঁচাতে পারেনি।
তুলকারাম শহরের থাবেত থাবেত হাসপাতালে পৌঁছানোর সময় গর্ভবতী নারী এবং তার অনাগত শিশু মারা যান। অন্যদিকে তার স্বামীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রামাল্লাহর একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নূর শামসের ভবনগুলোতে অবস্থানরত ইসরায়েলি স্নাইপাররা শিবিরের আল-সালেহিন এলাকায় সুন্দুস এবং তার স্বামীর উপর গুলি চালায়। তারা তাদের বাড়ি ছেড়ে নিরাপদ স্থান খুঁজে বের করার চেষ্টা করছিলেন।
রবিবার ভোরে ইসরায়েলি বাহিনী নূর শামস শিবিরে ভারী যন্ত্রপাতি এবং বুলডোজার মোতায়েন করে এবং কয়েক ডজন বাড়িতে তল্লাশি চালায়।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা নূর শামস শরণার্থী শিবিরে প্রবেশের পথগুলো বন্ধ করে দেয় এবং সেখানকার বাড়িগুলোকে সামরিক ফাঁড়ি এবং স্নাইপার পজিশনে রূপান্তরিত করে।
এদিকে, প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে যে হতাহতের খবর পাওয়া সত্ত্বেও ইসরায়েলি সেনারা তাদের মেডিকেল দলগুলিকে শিবিরে প্রবেশ করতে বাধা দিয়েছে।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল