রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা
সরকার গঠন প্রসঙ্গ

১০ দিন সময় চাইল আম আদমি পার্টি

সরকার গঠনের প্রশ্নে দিলি্লর রাজনীতিতে নতুন মোড় নিয়েছে। আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল দিল্লির গভর্নরের সঙ্গে দেখা করে সরকার গঠনে সিদ্ধান্ত নিতে ১০ দিন সময় নিয়েছেন। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গঠন করতে তাদের অসম্মতি জানানোর পর গভর্নর নাজিব জং দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আম আদমি পার্টির নেতাকে সরকার গঠনের জন্য আহ্বান জানিয়েছিলেন। গতকাল সকালে লেফটেন্যান্ট গভর্নর নাজিব জংয়ের সঙ্গে দেখা করে সরকার গঠন নিয়ে তাদের সিদ্ধান্ত জানাতে ১০ দিন সময় নিয়েছেন আম আদমি নেতা অরবিন্দ কেজরিওয়াল। দেখা করার পর সাংবাদিকদের অরবিন্দ বলেন, বিজেপি ও কংগ্রেসের 'মনোভাব' পুরোপুরি বুঝে মানুষ চাইলে সরকার গঠন করতে চায় তার দল। বিভিন্ন ইস্যু নিয়ে তাদের মতামত জানাতে সোনিয়া গান্ধী ও রাজনাথ সিংকে তিনি চিঠিও দিয়েছেন বলে জানান। জিনিউজ। এ ছাড়া সরকার গঠন নিয়ে সাধারণ মানুষের মতামত জানতে দিলি্লজুড়ে ২০০-২৫০টি সভা করবে তার দল। তবে অরবিন্দ ১০ দিন সময় চাইলেও নির্দিষ্ট কোনো সময়সীমা বেধে দেননি দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। পরবর্তী পদক্ষেপ স্থির করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথাও বলেন তিনি। কংগ্রেস চিঠি দিয়ে আম আদমি পার্টিকে নিঃশর্ত সমর্থন দেওয়ার কথা লেফটেন্যান্ট গভর্নরকে জানালে পরিস্থিতি নতুন মোড় নেয়।

 

 

সর্বশেষ খবর