ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা থামাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। নিজের প্রভাব কাজে লাগিয়ে সশস্ত্র এসব বিচ্ছিন্নতাবাদীকে থামাতে পুতিনকে বলেন তিনি। দেশটির পূর্বাঞ্চলীয় শহরগুলোতে রুশপন্থি সশস্ত্র ব্যক্তিদের তৎপরতা চলার মাঝে ফোন করে পুতিনকে এ আহ্বান জানান ওবামা।
কিন্তু পূর্ব ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের এ তৎপরতায় রাশিয়ার হাত আছে এমন অভিযোগ পুতিন অস্বীকার করেছেন এবং এ ধরনের কোনো খবরও বিশ্বাসযোগ্য নয় বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
ওদিকে, ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওলেক্সান্দর তুরর্কিনোভ বলেছেন, দেশের পূর্বাঞ্চলে ‘সন্ত্রাস-বিরোধী অভিযান’ শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে ডোনেস্ক অঞ্চলের উত্তর থেকে এ অভিযান শুরু হয়েছে এবং তা পর্যায়ক্রমে সব অঞ্চলে চালানো হবে বলে দেশটির পার্লামেন্টকে জানান তিনি।