শিরোনাম
শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সংক্ষেপে

মোবারক বেকসুর

২০১১ সালের গণঅভ্যুত্থানের সময় শত শত বিক্ষোভকারীকে হত্যার অভিযোগ থেকে বেকসুর খালাস পেয়েছেন মিসরের সাবেক শাসক হোসনি মোবারক। বৃহস্পতিবার কায়রোর একটি আদালত দিনভর শুনানি শেষে তাকে নির্দোষ বলে রায় দেন। আদালতের বিচারক আহমেদ আবদেল কাউয়ি তার রায়ে বলেন, ‘আদালতে বিবাদী নির্দোষ প্রমাণিত হয়েছেন।’ আদালতের এমন রায়ের ফলে হোসনি মোবারকের মুক্তি এখন কেবল সময়ের ব্যাপার। রায় ঘোষণার সময় স্ট্রেচারে করে আদালতে উপস্থিত ছিলেন তিনি। আল জাজিরা।

পালমিরা পুনরুদ্ধার

জঙ্গি সংগঠন আইএসের কবল থেকে সিরিয়ার ঐতিহাসিক পালমিরা নগরের দখল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। রাশিয়ার সহায়তায়  প্রেসিডেন্ট আসাদ বাহিনীর অভিযানের মুখে জঙ্গিরা পালমিরা ছেড়ে পিছু হটতে বাধ্য হয়েছে। জাতিসংঘে সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আইএসের দখল থেকে পালমিরা মুক্ত হয়েছে। এ নগর থেকে জঙ্গিদের হটিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার প্রতিশ্রুতি রেখেছেন।’ পালমিরা ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ। দখলে নিয়ে আইএস জঙ্গিরা নগরের বেশকিছু প্রাচীন স্থাপনা ধ্বংস করে। বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর