রবিবার, ১০ মার্চ, ২০১৯ ০০:০০ টা
অ ন্য খ ব র

সবচেয়ে বয়স্ক ব্যক্তি

সবচেয়ে বয়স্ক ব্যক্তি

বিশ্বের জীবিত সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে গিনেস বুকে স্থান করে নিয়েছেন জাপানের ১১৬ বছর বয়সী নারী কানে তানাকা। গতকাল জাপানের ফুকুওকা শহরের যে নার্সিং হোমে তিনি বসবাস করেন সেখানে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ স্বীকৃতি দেওয়া হয়। খবর : দ্য গার্ডিয়ান। ১৯০৩ সালের ২ জানুয়ারি জম্ম নেওয়া তানাকা বোর্ড গেম খেলতে ভালোবাসেন।  বাবা-মায়ের আট সন্তানের মধ্যে তিনি সপ্তম। তানাকা ১৯২২ সালে ১৯ বছর বয়সে হিডেও তানাকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের চার সন্তান ও তারা আরেকজনকে দত্তক হিসেবে গ্রহণ করেছিলেন।

 সচরাচর ভোর ৬টায় ঘুম থেকে ওঠেন তিনি এবং গণিত নিয়ে পড়াশোনা করতে ভালোবাসেন। এর আগেও জাপানের একজন নারীই বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন। জুলাইতে ১১৭ বছর বয়সী চিয়ো মিয়াকোর মৃত্যু হয়। বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের তালিকায় জাপানিদেরই প্রাধান্য। প্রধানত মাছ, ভাত, শাকসবজি ও অন্যান্য কম চর্বিযুক্ত খাবারই জাপানিদের দীর্ঘজীবী হওয়ার কারণ বলে বিবেচিত হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর