শুক্রবার, ১২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড করল ভারত

ভারতের মন্ত্রিসভা শিশুর ওপর যৌন অপরাধের শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে একটি ধারা সংশোধন করেছে। যেখানে বলা হয়েছে, যদি শিশুদের ধর্ষণ করা হয় তাহলে তার শাস্তি হবে মৃত্যুদন্ড। বুধবার রাতে রাজধানী নয়াদিল্লিতে ২০১২ সালের করা আইনটি সংশোধন করেছে ভারতের মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রী পরিষদের বৈঠক থেকে এ বিষয়ে ঘোষণা দেওয়া হয়। ওই আইনে মোট ১৪টি সংশোধনী আনা হয়েছে। এতে শিশু পর্নোগ্রাফি বন্ধে জরিমানা ও জেলের বিধান রাখার কথা বলা হয়েছে। পরে তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী প্রকাশ জাভাদেকার সাংবাদিকদের কাছে এ বিষয়ে অবহিত করেন। আইনে শিশুদের ওপর বিভিন্ন অপরাধের শাস্তির কথা উল্লেখ করে কয়েকটি নতুন সেকশন যুক্ত করা হয়েছে।

সর্বশেষ খবর