বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

মোদি-জিন পিং বৈঠকে আলোচনা হতে পারে কাশ্মীর নিয়ে

চীনা প্রেসিডেন্ট শি জিন পিং-এর সঙ্গে এক ঘরোয়া বৈঠক করতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাশ্মীর ইস্যুতে দুই দেশের সম্পর্কের টানাপড়েনের মধ্যে শুক্রবার চেন্নাইয়ের মামাল্লাপুরামে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্য ও সীমান্ত ইস্যু প্রাধান্য পাবে। তবে এ আলোচনায় কাশ্মীর ইস্যু উত্থাপনের ইঙ্গিত দিয়েছেন চীনা কর্মকর্তারা। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের আগে গত বছর সীমান্ত বিরোধের জেরে অচলাবস্থা সৃষ্টির পর দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে চীনের ইউহান শহরে প্রথম ঘরোয়া বৈঠক করেন এই দুই শীর্ষ নেতা। এবার দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধির জন্য ভারতের চেন্নাইয়ে ১১-১২ অক্টোবর বৈঠক করবেন তারা।

 

সর্বশেষ খবর