বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

৫ মাস পর কাশ্মীরে চালু মোবাইল এসএমএস

পাঁচ মাস বন্ধ থাকার পর কাশ্মীরে মোবাইলে বার্তা আদান-প্রদান (এসএমএস) সেবা চালু হয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে এ সেবা চালু হয়। সরকারের পক্ষ নতুন বছরে কাশ্মীরের হাসপাতালগুলোতে ব্রডব্যান্ড ইন্টারনেট  সেবা চালু করার কথাও জানানো হয়েছে। তবে সাধারণ মানুষের জন্য তা বন্ধ থাকবে। কাশ্মীরে মোবাইল এসএমএসে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা ঘোষণা করেন বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল কাশ্মীর বিষয়ক সরকারি মুখপাত্র। গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর মোবাইলসহ সব যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা হয়।

সর্বশেষ খবর