সাত বছরের অপেক্ষার অবসান। ভারতের দিল্লির একটি চলন্ত বাসে মেডিকেল ছাত্রী নির্ভয়াকে ধর্ষণ ও হত্যা মামলার সাজাপ্রাপ্ত চার আসামির মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। গতকাল ভোরে দিল্লির তিহার জেলে আসামিদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা হয়। এর আগে বৃহস্পতিবার মামলাটির আসামি মুকেশ সিং, পবন গুপ্ত, বিনয় শর্মা ও অক্ষয় কুমার সিংহের সব আবেদন খারিজ করে দেয় দিল্লির আদালত।