শিরোনাম
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০ ০০:০০ টা
অন্য খবর

মাছটির দাঁত, ঠোঁট মানুষের মতো!

মাছটির দাঁত, ঠোঁট মানুষের মতো!

প্রকৃতি যে কত রহস্যময় তা প্রতি মুহূর্তে টের পাচ্ছে মানুষ। সমুদ্রে দাঁতাল মাছের অভাব নেই। কিন্তু এবার দেখা গেল হুবহু মানুষের মতো দাঁত। শুধু তাই নয়, মাছটির ঠোঁটের গড়নও মানুষের মতো। মুখের অবয়বও অনেকটাই মানুষের মতো। জানা গেছে, এই ধরনের মাছকে বলা হয় ট্রিগার ফিশ। কিন্তু এতদিন এর কোনো অস্তিত্ব ধরা পড়েনি। অবশেষে এবার ধরা পড়ল। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত এশিয়ার দক্ষিণ-পূর্ব অঞ্চলের অনেক জলাশয়ে এই মাছ দেখা যায়। মাছটির শরীরে দুটি রং। আর দুটি রঙকে ভাগ করছে লাল রঙের একটি রেখা। ঠোঁটের ওপর দিক দিয়ে শরীরের নিচের অংশ পর্যন্ত বিস্তৃত সেই লাল রেখা। মাছটির মুখ লম্বা। চোখের সামনে ধূসর রঙের বর্ডার দেখতে অনেকটা বেল্টের মতো।

সর্বশেষ খবর