শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

সৌদি যুবরাজের দায়মুক্তি আছে, বিচার করা যাবে না

মার্কিন আদালতে আইনজীবী

সৌদি যুবরাজের দায়মুক্তি আছে, বিচার করা যাবে না

সৌদি আরবের যুবরাজের আইনজীবী মাইকেল ক্লাগ মার্কিন আদালতকে বলেছেন, মুহাম্মাদ বিন সালমানের দায়মুক্তি রয়েছে এবং আদালত তার বিচার করতে পারবে না। তিনি ওয়াশিংটনের এক আদালতকে লেখা চিঠিতে আরও বলেছেন, সৌদি যুবরাজের বিরুদ্ধে মামলাটি আদালতের কার্যতালিকা থেকে বাদ দিতে হবে। মার্কিন আদালত মুহাম্মাদ বিন সালমানের বিরুদ্ধে সমন জারি করার পর তার আইনজীবী লিখিত বক্তব্যে আদালতকে এসব তথ্য জানালেন। সৌদি আরবের সাবেক গোয়েন্দা কর্মকর্তা সাদ আল-জাবরির করা মামলার পরিপ্রেক্ষিতে এ সমন জারি করা হয়। কয়েক মাস আগে সাদ আল-জাবরি ওয়াশিংটনের একটি আদালতে বিন সালমানের বিরুদ্ধে মামলা করেন, যেখানে তাকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয় সৌদি যুবরাজের বিরুদ্ধে। জাবরি বর্তমানে কানাডায় অবস্থান করছেন। সৌদি যুবরাজ তাকে হত্যা করতে পারেন এমন আশঙ্কায় তার কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

সর্বশেষ খবর