বুধবার, ৩১ মার্চ, ২০২১ ০০:০০ টা
পশ্চিমবঙ্গে নির্বাচন

দ্বিতীয় দফায় প্রচারণার ঝড় সব দলে

কলকাতা প্রতিনিধি

দ্বিতীয় দফায় প্রচারণার ঝড় সব দলে

ভারতের পশ্চিমবঙ্গে ২৯৪টি বিধানসভার কেন্দ্রের মধ্যে প্রথম দফার নির্বাচন শেষ। আগামীকাল দ্বিতীয় দফায় ভোট। রাজ্যটির বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এ চার জেলার ৩০টি আসনে ভোট গ্রহণ হবে। এর মধ্যে অন্যতম পূর্ব মেদিনীপুর জেলার ‘নন্দীগ্রাম’ আসনটি। এ কেন্দ্র থেকে এবার ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ কেন্দ্রে তার প্রধান বিরোধী প্রতিপক্ষ কয়েক মাস আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজ্যের সাবেক মন্ত্রী শুভেন্দু অধিকারী। সংযুক্ত মোর্চার প্রার্থী হয়েছেন সিপিআইএম মনোনীত মীনাক্ষী মুখার্জি।  ফলে নন্দীগ্রামে এবার সম্মান রক্ষার লড়াই মমতার। তৃণমূলের লক্ষ্য ফের তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতায় আসা। তাই ভোটের কয়েকটা দিন নন্দীগ্রামেই ঘাঁটি গেড়েছেন তিনি। তার থাকা ও নির্বাচনী কাজকর্ম পরিচালনার জন্য ইতিমধ্যে সেখানে ঘরও নিয়েছেন তিনি। দ্বিতীয় দফার শেষ প্রচারণার দিন পিছিয়ে ছিল না বিজেপিও। নন্দীগ্রাম কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে রোড শোয় অংশ নিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে সঙ্গে নিয়ে নিজের কেন্দ্র নন্দীগ্রামে ভোট প্রচার সেরেছেন বাম প্রার্থী মীনাক্ষী মুখার্জিও।  গত ২৭ মার্চ প্রথম দফার ভোটে ভোট পড়ে প্রায় ৮০ শতাংশ। বিক্ষিপ্ত কিছু সহিংসতা, রিগিংয়ের মতো কিছু অভিযোগ থাকলেও মোটের ওপর নির্বাচন ছিল শান্তিপূর্ণ।

সর্বশেষ খবর