রবিবার, ১১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

মহারাষ্ট্রে হাসপাতালে আগুনে চারজনের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রে একটি কভিড হাসপাতালে অগ্নিকান্ডে অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। শুক্রবার রাতে নাগপুরের ওয়াদি এলাকার ওই হাসপাতালটিতে আগুন লাগে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

হাসপাতালটির ৩০টি শয্যার অর্ধেকই নিবিড় পরিচর্যা ইউনিটের অন্তর্ভুক্ত।

‘হাসপাতালটি খালি করে ফেলা হয়েছে। ২৭ রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাদের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে কিছু বলতে পারছি না,’ বার্তা সংস্থা এএনআইকে এমনটাই বলেছেন এক পুলিশ কর্মকর্তা। নাগপুর মিউনিসিপ্যাল করপোরেশনের প্রধান দমকল কর্মকর্তা রাজেন্দ্র উছকে বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ‘হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। তবে আগুন খুব বেশি ছড়ায়নি।’ হাসপাতাল থেকে চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। দুই রোগীর অবস্থা সঙ্কটাপন্ন। নাগপুরে কভিড হাসপাতালে এ অগ্নিকান্ডের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহারাষ্ট্রেই ভারতের মধ্যে সবচেয়ে বেশি কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে; পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যটিতে করোনাভাইরাসে দেশের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর