শনিবার, ২৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

রাশিয়া ও আমেরিকা যুদ্ধের কাছাকাছি

রাশিয়া ও আমেরিকা যুদ্ধের কাছাকাছি

রুশ নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়া ও আমেরিকা যুদ্ধের কাছাকাছি পৌঁছে যাচ্ছে।

বিংশ শতকে ক্যারিবিয়ান সংকটের পর এই প্রথম দুই দেশ সবচেয়ে বিপজ্জনক অবস্থানে গিয়ে দাঁড়িয়েছে বলে তিনি মন্তব্য করেছেন।

রুশ বার্তা সংস্থা রিয়া নোভস্তিতে প্রকাশিত এক নিবন্ধে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমানে মার্কিন নীতিতে তৎকালীন পরিস্থিতি সৃষ্টির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মার্কিন পররাষ্ট্রনীতি অস্থিতিশীল হয়ে পড়েছে।

সর্বশেষ খবর