বুধবার, ২৮ জুলাই, ২০২১ ০০:০০ টা

আফগানিস্তানের অর্ধেকই তালেবানের দখলে

তালেবান আগ্রাসন ঠেকাতে মাসব্যাপী রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে আফগানিস্তানে। কিন্তু আফগানিস্তান এখন প্রায় তালেবানের দখলেই।  বিবিসি অনলাইনের খবরে বলা হয়, আফগানিস্তানের অর্ধেক এলাকা এখন তালেবানের নিয়ন্ত্রণে। রোজই আফগানিস্তানের নতুন নতুন এলাকার নিয়ন্ত্রণ নিচ্ছে তালেবান। বেশ কিছু এলাকা থেকে আফগান সরকারি বাহিনীই পালিয়ে গেছে। দেশটির বিভিন্ন সীমান্ত-ক্রসিং এখন তালেবানের নিয়ন্ত্রণে। সীমান্ত দিয়ে পণ্য পরিবহনের বিষয়টি তারাই নিয়ন্ত্রণ করছে। এতে বাণিজ্যঘাটতি দেখা দিয়েছে। খাদ্য-সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়েছে।

সর্বশেষ খবর