বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

আফগান ইস্যুতে দিল্লিতে সিআইএ প্রধান ও রুশ নিরাপত্তা উপদেষ্টা

আফগান ইস্যুতে দিল্লিতে সিআইএ প্রধান ও রুশ নিরাপত্তা উপদেষ্টা

আফগান সমস্যাসহ বিভিন্ন ইস্যুতে বৈঠকের জন্য ভারতে সফরে এসেছেন মার্কিন তদন্ত সংস্থা সিআইএ প্রধান উইলিয়া জে বার্নস। মঙ্গলবার যখন সরকার ঘোষণা করেছে তালেবান, তার কয়েক ঘণ্টার মধ্যেই দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন তিনি।  সিআইএ প্রধানের সফর এবং এর এজেন্ডা নিয়ে ভারত ও আমেরিকান কর্মকর্তারা প্রকাশ্যে মুখ খুলছেন না। তবে বেশ কয়েকটি সূত্র এই সফর এবং এর আলোচ্যসূচির কথা নিশ্চিত করেছেন। এনটিডিভি জানিয়েছে,  ভারত আগেই বলেছে, তারা আশা করে সন্ত্রাসী গ্রুপগুলোকে, যারা ভারতকে টার্গেট করে, তাদের আফগানিস্তানের মাটি ব্যবহার করে কর্মকান্ড পরিচালনা করতে দেবে না তালেবানরা। বিশেষ করে জম্মু ও কাশ্মীরের সমস্যাকে মাথায় রাখতে হবে। এদিকে গতকাল দিল্লিতে রাশিয়ার জাতীয় নিরাপত্তা প্রধান নিকোলাই পত্রুশেভের সঙ্গে বৈঠক করছেন অজিত দোভাল। এই বৈঠক সম্পর্কে সূত্রগুলো বলেছেন, এই আলোচনায় চীন, পাকিস্তান এবং আফগানিস্তান বিষয়ক ইস্যুগুলোর ওপর জোর দেওয়া হচ্ছে। রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ডিবি ভেঙ্কটেশ বর্মা বলেছেন, কাতারের রাজধানী দোহায় তালেবানদের সঙ্গে যে শান্তি আলোচনা হয়েছে তা সঠিক ফল বহন করে আনেনি।

সর্বশেষ খবর