রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ফিলিস্তিনি চিকিৎসককে গুলি করে হত্যা

ফিলিস্তিনে যেন ইসরায়েলের হত্যাযজ্ঞ থামছেই না। এবার এক ফিলিস্তিনি চিকিৎসককে গুলি করে হত্যা করল ইসরায়েলি পুলিশ। শুক্রবার জেরুজালেমের ওল্ড সিটিতে এই ঘটনা ঘটে। জানা গেছে, নিহত ওই ব্যক্তি পূর্ব জেরুজালেমের একটি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

ইসরায়েলের কারাগার থেকে পালিয়ে আসা বন্দীদের সমর্থনে শুক্রবার আল আকসা মসজিদ প্রাঙ্গণে কয়েক হাজার ফিলিস্তিনি সমবেত হয়ে বিক্ষোভ করছিল। এ সময় ইসরায়েলি পুলিশের গুলিতে ওই চিকিৎসকের মৃত্যু হয়। তবে ইসরায়েলি পুলিশ দাবি করেছে, ওই ব্যক্তি ছুরি নিয়ে তাদের ওপর হামলার চেষ্টা করেছিল। তাই গুলি চালাতে বাধ্য হয়েছে তারা। এদিকে, ইসরায়েলের জেনিন শহরের কারাগার থেকে সুড়ঙ্গ খুঁড়ে পালানো ছয় ফিলিস্তিনি বন্দীর মধ্যে দুজনকে আটক করা হয়েছে।

বিবিসি এক খবরে জানিয়েছেন, স্থানীয় সময় গতকাল শুক্রবার নাজরাথ শহরের কাছ থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- মাহমুদ আরাদেহ ও ইয়াকুব কাদেরি। তারা ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন ‘ইসলামি জিহাদ’র সদস্য। রয়টার্স।

সর্বশেষ খবর