বুধবার, ২৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
যাচ্ছেন না শি জিন পিং

জলবায়ু সম্মেলনের সফলতা নিয়ে ‘আশা ক্ষীণ’

জলবায়ু সম্মেলনের সফলতা নিয়ে ‘আশা ক্ষীণ’

আর দিন তিনেক বাকি। অর্থাৎ ৩১ অক্টোবর থেকে স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হচ্ছে দ্য কনফারেন্স অব দ্য পার্টিজের (কপ) ২৬তম আয়োজন, যা ১২ নভেম্বর শেষ হওয়ার কথা।

এবারের কপে যে যে বিষয় নিয়ে আলোচনা, তর্ক-বিতর্ক হতে পারে, সম্মেলনটি সফল বা ব্যর্থ হলে মানুষের ওপর তার কী কী প্রভাব পড়তে পারে, সম্প্রতি এক প্রতিবেদনে তারই বিভিন্ন দিক তুলে এনেছে বিবিসি। বলা হচ্ছে, মানুষের কারণে যে বিপুল পরিমাণ জীবাশ্ম জ্বালানি নির্গত হচ্ছে, তা বিশ্বকে ক্রমাগত আরও উষ্ণ করছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বিশ্বের সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গতকারী দেশগুলোর নেতাদের গ্লাসগোতে একত্রিত হওয়ার কথা। কিন্তু যে দেশ সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত করে তার নেতাকে সম্ভবত এই জমায়েতে দেখা যাবে না। বলা হচ্ছে চীনের নেতা শি জিন পিংয়ের কথা। তিনি এই সম্মেলনে যোগ দিচ্ছেন না। ফলে সম্মেলনের সফলতা নিয়ে আশাবাদ ছিল তা হয়তো পুরোটাই অর্জন হবে না। পর্যবেক্ষকরা বলছেন, বিশ্বনেতাদের এই আলোচনায় জিন পিংয়ের সম্ভাব্য অনুপস্থিতির মানে হতে পারে, বিশ্বের সবচেয়ে বেশি কার্বন ডাই-অক্সাইড উৎপাদক দেশ বিগত সময় তিনটি বড় প্রতিশ্রুতি দেওয়ার পর গ্লাসগোর এই সম্মেলনে এসে আরও ছাড়ের আশ্বাস দিতে পারছে না।

সর্বশেষ খবর