নিউইয়র্কের একটি অনুষ্ঠানে ছুরিকাহত হওয়ার পর ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির শরীরে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি গুরুতর অবস্থায় ভেন্টিলেশনে (কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস নেওয়ার প্রক্রিয়া) আছেন। কথা বলতে পারছেন না। সূত্র : বিবিসি
অ্যান্ড্রুু ওয়াইলি নামে সালমান রুশদির এক কর্মকর্তা এক বিবৃতিতে বলেছেন, সালমান রুশদি একটি চোখ হারাতে পারেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শিটোকোয়া ইনস্টিটিউটের মঞ্চে সালমান রুশদির ভাষণ শুরুর আগমুহূর্তে তার ওপর হামলা হয়। অনুষ্ঠানস্থলে তখন উপস্থিত ছিলেন প্রায় আড়াই হাজার দর্শক। হামলার সময় তাৎক্ষণিকভাবে অনেকে ঠিক কী ঘটছে, তা বুঝতে পারছিলেন না। সালমান রুশদি মেঝেতে গড়িয়ে পড়ার পর দর্শকদের কেউ কেউ তার কাছে ছুটে গেছেন। ঘটনার সময় দর্শকসারিতে ছিলেন রাব্বি চার্লস সাভেনর নামের এক ব্যক্তি। তিনি বলেন, ওই ব্যক্তি (হামলাকারী) দৌড়ে মঞ্চে ওঠে যান এবং রুশদিকে আঘাত করতে শুরু করেন।
তাকে ১০ থেকে ১৫ বার আঘাত করা হয়েছে। প্রায় ২০ সেকেন্ড ধরে হামলা চলে। কাথলিন জোন্স নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, হামলাকারী কালো রঙের পোশাক পরা ছিলেন। তার মুখে কালো মুখোশ ছিল। প্রসঙ্গত, সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৭ সালে সালমান রুশদিকে নাইট উপাধি দেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ।