শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বৃহত্তম সাইবার হামলার শিকার অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার ৪০ শতাংশ লোকের ব্যক্তিগত তথ্য চুরি হয়ে গেছে সাইবার হামলায়। বিশেষজ্ঞদের দাবি, দেশটির ইতিহাসে সবচেয়ে বড় সাইবার হামলার ঘটনা এটাই। এই ঘটনার পর প্রশ্ন উঠছে, অস্ট্রেলিয়া কীভাবে ব্যক্তিগত তথ্য ও প্রাইভেসির বিষয়টি দেখভাল করে!

এই তথ্য চুরির শিকার গ্রাহকের সংখ্যা প্রায় ১ কোটি। বিষয়টি গত সপ্তাহেই জানতে পেরেছে অস্ট্রেলিয়ার টেলিকমিউনিকেশন জগতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান অপটাস। এই প্রতিষ্ঠানটি সিঙ্গাপুর টেলিকমিউনিকেশন লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান। সাইবার হামলার পর তারা জানিয়েছে, নেটওয়ার্কে সন্দেহভাজন কার্যক্রমের বিষয়টি তাদের দৃষ্টিতে এসেছে। বলা হয়েছে, তাদের সাবেক ও বর্তমান গ্রাহকদের ডেটা (তথ্য) চুরি হয়েছে। তবে সংস্থার দাবি, গ্রাহকদের পেমেন্ট বিষয়ক তথ্য ও অ্যাকাউন্ট পাসওয়ার্ড হ্যাক হয়নি। অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, যাদের পাসপোর্ট বা লাইসেন্স নম্বর চুরি হয়েছে, তাদের আইডেন্টিটি চুরি বা প্রতারণার আশঙ্কা রয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সর্বশেষ খবর