আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে (আইসিসি) ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের সম্ভাব্য ‘যুদ্ধাপরাধ’ তদন্তের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নতুন এক প্রতিবেদনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, আগস্টে গাজায় সুনির্দিষ্ট আক্রমণ (প্রিসিশন) নিয়ে ইসরায়েল দম্ভ করেছে। তারা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর অন্তত তিনটি সুনির্দিষ্ট হামলার ঘটনা তদন্ত করেছে।
লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ইসরায়েলের তথাকথিত প্রিসিশন হামলার অন্যতম ভুক্তভোগীদের মধ্যে চার বছর বয়সী শিশু, মায়ের কবরে ভ্রমণরত কিশোর রয়েছে। এ ছাড়া বাড়িতে মায়ের সঙ্গে চা পানের সময় চারুকলার একজন শিক্ষার্থী নিহত হন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড তাদের প্রতিবেদনের সঙ্গে এক বিবৃতিতে বলেছেন, আগস্টে ইসরায়েলের হামলা তিন দিন স্থায়ী হলেও অধিকৃত জনগণের ওপর নতুন করে ট্রমা এবং ধ্বংসযজ্ঞ উন্মোচন করেছে। বিবৃতিতে তিনি আরও বলেন, আমরা যে তিনটি ভয়াবহ হামলা পরীক্ষা-নিরীক্ষা করেছি সেগুলো অবশ্যই যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করতে হবে। অবৈধ আক্রমণের সব ভুক্তভোগী এবং তাদের পরিবার ন্যায়বিচার এবং ক্ষতিপূরণ পাওয়ার দাবি রাখে।