শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

সোভিয়েত জমানার ক্ষেপণাস্ত্র ভুল করে পড়েছে পোল্যান্ডে

রুশ-ইউক্রেন যুদ্ধের মধ্যেই দুই দিন আগে পোল্যান্ডে দুটি ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ ঘটেছে। প্রথমে ধারণা করা হয়েছিল রাশিয়া এ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। কিন্তু এখন জানা যাচ্ছে, এটি ইউক্রেন থেকে মিসফায়ার হয়েছে। এটি মূলত ইউক্রেনের এস-৩০০ ডিফেন্স সিস্টেম থেকে ছোড়া হয়। মিসফায়ার হয়ে তা পোল্যান্ডে চলে যায়। এই এস-৩০০ বিমান বিধ্বংসী ব্যবস্থা তৈরি হয়েছিল ৯০-এর দশকের আগে সোভিয়েত ইউনিয়নের সময়ে। স্নায়ুযুদ্ধের সময় পূর্ব ইউরোপের অনেক দেশকে এ ব্যবস্থা সরবরাহ করে সোভিয়েত ইউনিয়ন। কিন্তু ঠান্ডা যুদ্ধের অবসান ও সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলেও অস্ত্র দেশগুলোর কাছে থেকে যায়। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজের সমীক্ষা বলছে, গত ফেব্রুয়ারিতে রাশিয়া যখন আক্রমণ করে তখনো ইউক্রেনের হাতে ২৫০টির বেশি এস-৩০০ সিস্টেম ছিল।

এরপর ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো থেকে কতগুলো এস-৩০০ ইউক্রেনকে দেওয়া হয়েছে সেই হিসাব নেই। তবে পূর্ব ইউরোপের দেশগুলো ইউক্রেনকে সামরিক সাহায্য দেওয়ার সময় এস-৩০০ সিস্টেম দিয়েছে। স্লোভাকিয়া তাদের চারটি এ ধরনের সিস্টেম দিয়েছে। তার পরিবর্তে জার্মানি আবার স্লোভাকিয়াকে প্যাট্রিয়ট অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম দিয়েছে। পোল্যান্ডের সরকার জানিয়েছে, যে ক্ষেপণাস্ত্রটি তাদের একটি খামারে এসে পড়ে এবং দুজন মারা যান, তা এসেছে ইউক্রেন থেকে। এটা খুবই পুরনো রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র। সাধারণত এই এস-৩০০ ক্ষেপণাস্ত্রগুলো ৭৫ থেকে ১৯৫ কিলোমিটার দূরত্বে গিয়ে আঘাত হানতে পারে।

সর্বশেষ খবর