শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

চীনে করোনা পরিস্থিতি ভয়াবহ

আগামী জানুয়ারির শেষ পর্যন্ত কভিড সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে থাকবে বলে মনে করছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা রাজধানী বেইজিংসহ সারা দেশের হাসপাতালগুলোয় আইসিইউ বেড বাড়ানোর সঙ্গে সঙ্গে পর্যাপ্ত পরিমাণে ভেন্টিলেটর তৈরি রাখার পরামর্শ দিয়েছেন। চীনে আগামী দুই সপ্তাহের মধ্যে গুরুতর সংক্রমণ হতে পারে বলে জানিয়েছেন চীনের এক স্বাস্থ্য বিশেষজ্ঞ। চীনে বর্তমান করোনা পরিস্থিতি উদ্বেগের বলেও মনে করছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই শীতে সংক্রমণ চূড়ায় উঠবে। পিকিং ইউনিভার্সিটি ফাস্ট হাসপাতালের শ্বাস-প্রশ্বাস বিশেষজ্ঞ ওয়ং গুয়ংফা রাষ্ট্রীয় গ্লোবাল টাইমসকে বলেছেন, ‘আমাদের অবশ্যই দ্রুত কাজ করতে হবে।  ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএফ-৭ এর জন্যই চীনে ব্যাপক হারে ছড়িয়েছে করোনা। কভিডের মূল ভাইরাসের থেকে এই সাব ভ্যারিয়েন্ট অন্তত সাড়ে ৪ গুণ বেশি সংক্রামক বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সর্বশেষ খবর