তালেবানের অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আবদেল রহমান হাবিব বলেছেন, বিদেশি সংস্থাগুলোতে যেসব নারী কাজ করেন তারা হিজাব না পরে ড্রেস কোড ভঙ্গ করেছেন। আর যেসব সংস্থা তাদের বিধিনিষেধ মানবে না, তাদের লাইসেন্স বাতিল করা হবে। এই ঘোষণার পর বিশ্বের শীর্ষ পাঁচটি বেসরকারি সাহায্য সংস্থা দেশটিতে তাদের কার্যক্রম স্থগিত রেখেছে। এগুলো হলো- কেয়ার ইন্টারন্যাশনাল, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) এবং সেভ দ্য চিলড্রেন, দ্য ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) ও ইসলামিক রিলিফ। তালেবান শাসকরা ক্রমশ নারীদের অধিকার দমন করে চলেছে। দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের নিষিদ্ধ করার কয়েকদিনের মাথায় এনজিওতে নারীদের কাজ করা নিষিদ্ধ করা হয়। আইআরসি জানায়, তারা আফগানিস্তানজুড়ে ৩ হাজার নারী কর্মী নিয়োগ দিয়েছিল। এই কর্মীরা সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিতে পেরেছেন।