শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

মোট ৩৩ বছরের জেল সু চির

মোট ৩৩ বছরের জেল সু চির

দুর্নীতির মামলায় আরও সাত বছরের কারাদন্ড পেলেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি। ১৮ মাসের বিচারের শেষে মিয়ানমারের এক আদালত তাঁকে এই সাজা শুনিয়েছে। নোবেলজয়ী সু চির বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। সব মিলিয়ে ৩৩ বছরের জেল হলো তাঁর।

উল্লেখ্য, গত বছরের ১ ফেব্রুয়ারি আচমকাই মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। তারপর থেকেই সেনার নির্দেশে বন্দি অং সান সু চি। তাঁর বিরুদ্ধে    একাধিক অভিযোগ আনা হয়েছে।

আর্থিক দুর্নীতি, ভোটে কারচুপি এমনকি ভোট প্রচারে করোনাবিধি ভাঙারও অভিযোগ রয়েছে এই নেত্রীর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে আনা প্রত্যেকটি অভিযোগেই তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর আগে ১২টি মামলায় সু কিকে দোষী সাব্যস্ত করে ২৩ বছরের জেলের সাজা দেওয়া হয়েছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর