শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ব্রাসেলসে সম্মান পেলেও বিমান পাননি জেলেনস্কি

ব্রাসেলসে সম্মান পেলেও বিমান পাননি জেলেনস্কি

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্রাসেলস সফরে ইউরোপীয় নেতাদের কাছ থেকে অভাবনীয় সম্মান পেলেও যুদ্ধবিমান পাওয়ার নিশ্চয়তা আদায় করতে পারেননি। ইউক্রেনকে দ্রুত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য করতে যে অনুরোধ তিনি জানিয়েছেন, তাতেও খুব ভালো সাড়া পাননি তিনি। প্রায় এক বছর আগে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রকাশ্যে এ নিয়ে দুবার বিদেশ সফরে গেলেন। বুধবার তার দ্বিতীয় সফরে যুক্তরাজ্য, ফ্রান্স হয়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে যোগ দেন। ইউরোপীয় পার্লামেন্টে ভাষণও দিয়েছেন জেলেনস্কি। সেখানে তিনি ইউক্রেনের জন্য আরও সমর্থন এবং দ্রুত আরও উন্নত অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠানোর অনুরোধ করেন। জেলেনস্কি ইউরোপীয় নেতাদের বলেন, তিনি খালি হাতে কিয়েভ ফিরতে আসেননি। অস্ত্রের পাশাপাশি ইউক্রেনকে দ্রুত ইউরোপীয় ইউনিয়নের সদস্য করার স্বপ্ন পূরণ করতে ব্রাসেলসে আরও ইতিবাচক সাড়া চান তিনি। ইউরোপীয় নেতারাও ইউক্রেনের প্রেসিডেন্টকে যথেষ্ট সম্মান ও গুরুত্ব দিয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন, ইউরোপীয় সরকার পরিষদের প্রধান শার্ল মিশেল এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী বিমান বন্দরে জেলেনস্কিকে স্বাগত জানান। ইউরোপের অনেক নেতা রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকির আশঙ্কায় যুদ্ধবিমান সরবরাহের প্রশ্নে দ্বিধায় ভুগছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ বলেন, যুদ্ধবিমান পাঠানোর সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে না দিলেও সেই সিদ্ধান্ত কার্যকর করতে সময় লাগবে। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, ইউক্রেনের জয় পর্যন্ত ইউরোপ সহায়তা চালিয়ে যাবে।

সর্বশেষ খবর