শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

টাইটানিকের ধ্বংসাবশেষের বিরল ভিডিও

টাইটানিকের ধ্বংসাবশেষের বিরল ভিডিও

নতুন প্রকাশিত ফুটেজে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। বিশাল এই জাহাজের খোঁজে সাগরতলে ১৯৮৬ সালে অনুসন্ধান চালানো হয়েছিল। সেই সময় ধারণ করা অপ্রকাশিত একটি ভিডিওফুটেজ প্রকাশ করা হয়েছে। উডস হোল ওশানোগ্রাফিক ইনস্টিটিউশন বুধবার রাতে ৮০ মিনিটের এই ভিডিওফুটেজ প্রকাশ করে। এক শতাব্দীর বেশি সময় আগে ১৯১২ সালে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় টাইটানিক নামের বিলাসবহুল প্রমোদতরী। যে ঘটনাকে ঘিরে দুটো বিখ্যাত চলচিত্রও নির্মিত হয়েছে। ঢুবে যাওয়ার ৭৩ বছর পর ১৯৮৫ সালে সাগরের তলদেশে এর ধ্বংসাবশেষ শনাক্ত হয়। এর কয়েক মাস পর ১৯৮৬ সালে সমুদ্রবিজ্ঞান-বিষয়ক মার্কিন গবেষণা প্রতিষ্ঠান উডস হোল ওশেনোগ্রাফিক ইনস্টিটিউশনের (ডব্লিউএইচওআই) গবেষক দল ধ্বংসাবশেষটির ভিডিও ধারণ করেন। তবে সেই ভিডিওর পুরোটি কখনই প্রকাশ করা হয়নি। তখনকারই একটি বিরল ভিডিও সম্প্রতি প্রকাশ করেছে ডব্লিউএইচওআই।

আটলান্টিক মহাসাগরের তিন কিলোমিটার গভীরে ভিডিওটি ধারণ করা হয়েছে। ভিডিওতে ডুবে যাওয়া জাহাজটির ভিতরের অবস্থা দেখা গেছে। জাহাজের ডেক ও বিভিন্ন সরঞ্জাম দেখা গেছে। আশপাশে সামুদ্রিক প্রাণীদের চলাছল করার দৃশ্যও উঠে এসেছে ফুটেজে।

সর্বশেষ খবর