শিরোনাম
সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ভয় দেখাতে আইসিবিএম ছুড়েছে উত্তর কোরিয়া

ভয় দেখাতে আইসিবিএম ছুড়েছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং গত পরশু ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক থাকতে সতর্ক করেছেন।

তিনি বলেন, শনিবার ওয়াসং-১৫ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালানো হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া সম্পর্কে জাতিসংঘ  নিরাপত্তা পরিষদকে ভুল তথ্য দেওয়ার চেষ্টা করছে যা শত্রুতামূলক নীতির চেয়ে কম কিছু নয়। আমরা শত্রুর প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখি, উপযুক্ত জবাব দিতে পারি। এর আগে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাক (জেসিএস) শনিবার জানিয়েছে যে উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আগামী সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ার আগে উত্তর কোরিয়া এই কার্যক্রম চালাল।

সর্বশেষ খবর