শুক্রবার, ৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

অবশেষে আদানির বিরুদ্ধে তদন্তে সুপ্রিম কোর্ট

অবশেষে আদানির বিরুদ্ধে তদন্তে সুপ্রিম কোর্ট

ভারতের অন্যতম প্রধান ধনী গৌতম আদানির কোম্পানি আদানি গ্রুপ বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ধনী হয়েছিলেন শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে। বিদেশে শেল কোম্পানি খুলে বেনামে নিজেদের শেয়ারই কিনেছে আদানি গ্রুপ। ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিপোর্টে অভিযোগ করা হয়েছে। এরপর হু হু করে কমছে আদানির শেয়ারের দাম। আর ধনীর তালিকায় এখন ২০তম স্থানেও নেই আদানি। এ অবস্থায় গতকাল আদানি-হিন্ডেনবার্গ কাণ্ডের তদন্তের জন্য বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভয় মনোহর সাপ্রেকে ওই তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন প্রবীণ ব্যাংকার ও ইনফোসিস লিমিটেডের সাবেক চেয়ারম্যান কে ভি কামাথ, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সাবেক চেয়ারম্যান ও পি ভাট, ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা নন্দন নিলেকেনি, অবসরপ্রাপ্ত বিচারপতি জে পি দেওধর ও আইনজীবী সোমশেখর সুন্দরেশন। পুরো বিষয়টি যাচাই করণে এই বিশেষজ্ঞ প্যানেলকে ভারতের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড (সেবি) ও তদন্ত সংস্থাগুলো সহায়তা করবে। মূলত সরকারের প্রস্তাব পাশ কাটিয়ে আদানিকাণ্ড তদন্তে কমিটি করলেন আদালত।

সর্বশেষ খবর