ভারত-মিয়ানমার সীমান্তবর্তী মণিপুরের চান্দেল জেলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় সেনাবাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে নিহত হয়েছে জঙ্গি সংগঠন জয়শ-ই-মোহাম্মদের তিন সক্রিয় সদস্য। অবশ্য ভারতীয় বাহিনীর দাবি তারা জঙ্গি গোষ্ঠীর সদস্য।
জানা গেছে, গত বুধবার রাতে বিদ্রোহীদের খোঁজে মণিপুরের চান্দেল জেলার খেংজয় তহশিলের অন্তর্গত নিউ সামতাল গ্রামে সেনাবাহিনী অভিযান শুরু করে। তখনই গুলি চালাতে থাকে তারা। সেনাবাহিনীর পাল্টা গুলিতে এ সময় ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় প্রচুর গোলা বারুদ এবং অস্ত্র। এ ছাড়া ভারতের জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় সেনাবাহিনী ও জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় জঙ্গি সংগঠন জয়শ-ই-মোহাম্মদের তিন সক্রিয় সদস্য নিহত হয়েছে। পুলিশ জানায়, বিদ্রোহীদের উপস্থিতি টের পেয়েই গতকাল সকালে ত্রাল, নাদের ও অবন্তীপোড়ায় যৌথভাবে অভিযানে নামে ভারতীয় সেনাবাহিনী, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ।