প্রকাশ্যে গো-মাংস খেয়ে নিজ দলের কাছেই সমালোচিত হলেন কলকাতার সাবেক মেয়র সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দেশ জুড়ে ধর্মীয় অসহিষ্ণুতার প্রতিবাদ জানাতে গিয়ে গত ৩০ নভেম্বর কলকাতার ধর্মতলায় প্রকাশ্যে গো-মাংস খেয়ে তার প্রতিবাদ করেছিলেন বামফ্রন্টের এই নেতা। তাঁর সঙ্গেই ছিলেন তৃণমূলপন্থী কবি সুবোধ সরকারসহ অন্যান্যরা।
রান্না করা গো-মাংস একে অপরকে খাইয়েও দেন তারা। তাদের মাংস খাওয়ানোর সেই দৃশ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই বিষয়টি নিয়ে একাধিক মহলে সমালোচনার ঝড় ওঠে।
এক সপ্তাহ পর বুধবার বিকেলে মুজফফর আহমেদ ভবনে বামফ্রন্টের বৈঠকে ওই বিষয়টি নিয়ে আলোচনা হয়। সূত্রে খবর ওই বৈঠকে বামফ্রন্টের সমস্ত শরিক দলের শীর্ষ নেতারা বিকাশের সেই ভূমিকার সমালোচনা করেন। বিকাশের মতো নেতারাই দলটিকে ডুবিয়ে দেবেন বলেও কেউ কেউ তোপ দাগেন।
পরে পশ্চিমবঙ্গের সিপিআইএম সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানান ‘বিকাশ রঞ্জন ভট্টচার্যের সঙ্গে কথা হয়েছে। তিনি তাঁর ভুল বুঝতে পেরেছেন। এ নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই’।
বিকাশ রঞ্জনের প্রকাশ্যে গো-মাংস খাওয়ার পরই সিপিআইএম কতটা অসাম্প্রদায়িক তা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠে যায়। বর্তমানে দলে সংখ্যালঘু ভোট অনেকটাই কমেছে। তার ওপর এই বাম নেতার গো-মাংস খাওয়ার দৃশ্য দেখে হিন্দু ভোটব্যাঙ্কের একাংশ বিজেপিতে চলে যাওয়ার আশঙ্কা করছেন।
বিডি-প্রতিদিন/০৫ নভেম্বর, ২০১৫/মাহবুব