ভারতের পশ্চিমবঙ্গে এবার মাও দমনে বিশেষ বাহিনী গঠন করা হলো। মূলত মাও-অধ্যুষিত জেলাগুলিতেই কাজ করবে সরকারের এই বিশেষ বাহিনী। প্রজাতন্ত্র দিবসের দিন রাজ্য সরকারের তরফে একথা জানানো হয়। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মাও-সমস্যা নির্মূল করতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে। খবর কলকাতা২৪।
জানা যায়, সীমান্তবর্তী এলাকা এবং মাও-অধ্যুষিত জেলাগুলির জন্য স্পেশ্যাল স্কোয়াড গঠনের ঘোষণা করেছে রাজ্য সরকার। পশ্চিম মেদিনীপুরের এসপি ভারতী ঘোষের নেতৃত্বে এই স্কোয়াডটি পরিচালিত হবে। এই বিশেষ বাহিনী মূলত দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমের মাও-অধ্যুষিত অঞ্চলে কাজ করবে।
বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি, ২০১৬/ রশিদা