অবৈধ অস্ত্র কারখানার সন্ধান মিলল ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগরে। গোপন সূত্রে ওই অস্ত্র কারখানায় হানা দিয়ে মোট ১০১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় বেআইনি অস্ত্র উদ্ধারের তদন্তে নেমেই রবীন্দ্রনগরের কানখোলার অস্ত্র কারখানাটির সন্ধান মেলে। উত্তর ২৪ পরগনা ও রাজ্যের বিভিন্ন জেলায় যে সব অস্ত্র উদ্ধার হচ্ছে, তার প্যাটার্ন একই। বোঝা যায়, অস্ত্রগুলি কোনও একটি জায়গায় তৈরি হচ্ছে। এরপরই পুলিশ এক বেআইনি অস্ত্র ব্যবসায়ীকে জেরা করে রবীন্দ্রনগরের অস্ত্র কারখানার সন্ধান পায়। অস্ত্র ছাড়াও উদ্ধার হয়েছে, ৭টি মোবাইল, ৯কেজি বিস্ফোরক।
ঘটনায় আফতাব হোসেন-সহ ৫ জন গ্রেফতার করা হয়েছে। আফতাবই ওই কারখানার মূল মালিক। বিহারের ভাগলপুরের বাসিন্দা আফতাব বছর খানেক আগেই রবীন্দ্রনগরে বাড়ি তৈরি করে বসবাস শুরু করে। বাড়ির পাশেই তৈরি করে অস্ত্র কারখানা।
বিডি প্রতিদিন/ ০৭ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন