হেনস্থার শিকার হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। অভিযোগ, বিক্ষোভ দেখাতে গিয়ে তাকে হেনস্থা করেন স্থানীয় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে অন্য মেয়র পারিষদ সদস্যরা সেখানে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।
মেয়র অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ, ট্রাক দুর্ঘটনায় আহত এক ব্যক্তির চিকিত্সরা জন্য টাকা দেওয়ার কথা ঘোষণা করেও টাকা দেননি তিনি। এই অভিযোগে পৌরসভায় বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা। বিক্ষোভের এক পর্যায়ে তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা মেয়রের ঘরে ঢুকে ঝামেলা শুরু করে। পুলিশকে জানানো হলেও আসেনি পুলিশ। পরে অন্যান্য মেয়র পারিষদ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করেন মেয়র অশোক ভট্টাচার্যকে।
বিডি-প্রতিদিন/ ২৫ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন