মদ্যপ দম্পতির গাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ। তাদের আক্রমন থেকে বাদ গেলেন না অ্যাডিশনাল ওসি থেকে সার্জেন্টরাও।
ঘটনাটি ঘটেছে ভারতের কলকাতার পার্কস্ট্রিট থানা এলাকায়। পুলিশ এই ঘটনায় এক মদ্যপ দম্পতি সহ তিনজনকে গ্রেফতার করেছে।
জানা গেছে, সন্দেহ হাওয়ায় ওই মদ্যপ দম্পতির গাড়ির তল্লাশি চালাতে যায় পুলিশ। আর তাতেই অশান্তি। মারমুখি হয়ে ওঠেন তারা। মারধর শুরু করে দেন সেখানে উপস্থিত সার্জেন্টদের। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে যান অ্যাডিশনাল ওসি। তাকেও মারধর করা হয়। পরে পুলিশ বাধ্য হয়ে গ্রেফতার করে তাদের।
বিডি-প্রতিদিন/ ০২ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন