দুর্গাপূজার ছুটি শেষ হতে না হতেই ফের সরকারি কর্মীদের জন্যে ছুটি ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীদের জন্য কালীপূজা উপলক্ষে এবার টানা চারদিনের ছুটি ঘোষণা করলেন তিনি। জানা যায়, ইতিমধ্যে ছুটি মঞ্জুর করে নোটিশও ঝুলিয়েছে কর্তৃপক্ষ। এই ঘোষণায় সরকারি কর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। লম্বা ছুটিতে ইতিমধ্যে সরকারি কর্মীদের কেউ কেউ কাছে দূরে ঘুরে আসার প্ল্যান শুরু করেছেন।
যদিও সরকারি কর্মীদের একাংশের অভিযোগ, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে ক্রমশ বাড়ছে তাদের ডিএ’র পার্থক্য। সেদিকে কোন নজর না দিয়ে শুধু ছুটি ঘোষণা করে যাচ্ছেন মমতা।
উল্লেখ্য, গত দুর্গাপূজাতেও পঞ্চমী থেকে লম্বা ছুটি পেয়েছিলেন সরকারি কর্মীরা।
বিডি-প্রতিদিন/এ মজুমদার