ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দাবি, তার এই লড়াই কোনও রাজনৈতিক লড়াই নয়। তিনি মানুষের জন্য লড়ছেন। দিল্লির মাটিতে দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমাদের রাজ্যের অনেকে বিহার, উত্তরপ্রদেশের অনেকে জুট মিলে কাজ করেন। টাকা না পেয়ে বাড়ি ফিরে গেছেন।’
মমতার দাবি, আচমকা নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পিছনে নরেন্দ্র মোদির কী লুকনো উদ্দেশ্য হয়েছে, তার প্রমাণ খুব শিগগিরই মানুষের হাতে চলে আসবে। মমতার অভিযোগ, ‘গোটা দেশের টাকা প্রধানমন্ত্রী লুঠ করছেন। দেশ আপনার হাতে নিরাপদ নয় মোদিজী। জরুরি অবস্থার থেকেও খারাপ সময় চলছে। ভবিষ্যতে আপনার সঙ্গে দেখা হলে নমস্কার করব কি না, বলতে পারছি না।’
দিল্লিতে তৃণমুলের সভা ভন্ডুল করার চেষ্টা করেছে বিজেপি এমন অভিযোগ তুলে ভারতের রাজধানীর মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে মমতার বার্তা, ‘গণতন্ত্রে সৌজন্য দেখাতে জানতে হয়। আপনি প্রধানমন্ত্রী বলে দিল্লিতে শুধু আপনিই সভা করবেন, তা হতে পারে না। আমাদেরও অধিকার আছে। আমাদের ওখানে গিয়ে আপনি সভা করলে তখন আমরাও এরকম করতে পারি।’
এদিন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের উত্তরপ্রদেশের নির্বাচনে বিজেপি ভোট পাবে না বলে চ্যালঞ্জে ছুঁড়ে দিলেন মমতা। তার দাবি, মধ্যপ্রদেশে উপনির্বাচনের ফলে বিজেপি-র ভোট কমেছে। মমতার দাবি, প্রধানমন্ত্রী সবাইকে হুমকি দিচ্ছেন। এমনকী নারীদেরও বাদ দিচ্ছেন না। মমতার কথায়, ‘এবারে নারীরাই মোদিকে দেখিয়ে দেবেন।'
সূত্র: এবেলা