ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতার মৃত্যতে ট্যুইট বার্তায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইংরেজির পাশাপাশি তামিল ভাষায়ও ট্যুইট করেন তিনি যা তামিল জনগণকে চমকে দিয়েছে।
ট্যুইট বার্তায় জয়ললিতাকে জনপ্রিয়, দৃঢ় ও কর্মদক্ষ নেত্রী বলে উল্লেখ করে মমতা বলেন, জয়ললিতার মৃত্যু এক বড় ক্ষতি। এই মৃত্যুসংবাদে তিনি ব্যথিত বলেও জানান। আত্মার শান্তি কামনা করে তামিল জনগণকে এবং আইডিএমকে সদস্যরা যেন সাহসের সঙ্গে এই দুঃখের মুহূর্তের মুখোমুখি হন তার আহ্বানও জানান মমতা।
অপরদিকে, তামিলে লেখা ট্যুইট বার্তায়ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আম্মাকে ক্যারিশমাটিক নেত্রী বলে উল্লেখ করেন। তিনি লিখেছেন, জয়ললিতা মানুষের হৃদয়ে মানুষের বন্ধু হয়েই থাকবেন।
বিডি-প্রতিদিন/ ০৬ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ