দিনের পর দিন হোটেলে চলছিল পতিতাবৃত্তি। পুলিশের কাছে খবরও ছিল। এরপর সেই হোটেলে হানা দিয়ে পাশাপাশি দু’টি ঘর থেকে বিবস্ত্র অবস্থায় আটক করা হয় মা ও মেয়েকে। গত রবিবার পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের জেলাসদর বালুরঘাটে এ ঘটনা ঘটে। খবর ইন্ডিয়া ডট কমের।
ভারতীয় ওই অনলাইন পোর্টালের খবর, বালুরঘাটের ট্যাংক মোড়ের সুহানি রেসিডেন্সিয়াল লজে কীসের কারবার চলতো তা গোটা শহরের মানুষ জানতো। এমনকি বালুরঘাট থানার পুলিশও। আগেও সেখানে হানা দিয়েছিল পুলিশ, কিন্তু খালি হাতেই ফিরতে হয়। রবিবার ফের সেখানে হানা দেন আইসি সঞ্জয় ঘোষ। আর এবার একেবারে হাতেনাতে ধরা পড়ে তারা।
হোটলটি থেকে মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে হোটেলের মালিক সুব্রত মোহন্তও। এছাড়া দু’টি ঘর থেকে আটক করা হয় দু’জন পুরুষ ও দু’জন নারীকে। জানা যায়, দুই নারী সম্পর্কে মা ও মেয়ে। বিবস্ত্র অবস্থায় হাতেনাতে তাদের ধরে ফেলে পুলিশ।
বিডি-প্রতিদিন/০৭ ডিসেম্বর, ২০১৬/মাহবুব