পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নামে কলকাতা পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করেছেন মানব শর্মা নামে এক বিজেপি কর্মী। মানব দাবি করেছেন, নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে সেনাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।
মানব শর্মা বলেন, গত ১ ডিসেম্বর আপত্তিকর মন্তব্যটি করেন তিনি। মমতার সরকারের বিরুদ্ধে ভারতীয় সেনারা ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন তিনি। মমতার এই দাবি মানুষের কাছে ভুল বার্তা যাবে। শুধু সেনাদের বিরুদ্ধে নয়। দেশের প্রধানমন্ত্রী সম্পর্কেও বিভিন্ন সময় মমতা কটু কথা বলেছেন।
তিনি এই বিষয়ে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে কড়া পদক্ষেপ নিতে অনুরোধ করেছেন ওই বিজেপি কর্মী। প্রসঙ্গত, কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকারের সঙ্গে চরম সংঘাতে জড়ান তৃণমূল নেত্রী মমতা।
বিডি প্রতিদিন/১৪ ডিসেম্বর, ২০১৬/ফারজানা