ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বেশিরভাগ উড়ালসেতুর বেহাল দশা। রাজ্যটির কোথাও কোথাও উড়ালসেতু ভেঙেও পড়ে মানুষ হতাহতের ঘটনা ঘটছে। উড়ালসেতুগুলি নিয়মিত তদারকির নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
এ সম্পর্কে রিপোর্ট জমা পড়েছে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে। এতে দেয়া হয়েছে নানা পরামর্শ। তার মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ দেখানো হয়েছে 'ইঁদুরের উৎপাত'!
বিভিন্ন উড়ালসেতুর পিলারের তলায় নাকি ইদুর গর্ত করে দিয়েছে! তাই ভেতর থেকে অনেকটাই ফাঁপা হয়ে আছে ওইসব এলাকা। সেই কারণেও অনেক সেতু দুর্বল হয়ে পড়েছে।
পশ্চিমবঙ্গের পূর্ত দপ্তরের বিশেষজ্ঞদের পরামর্শ, শুধু মাটি দিলেই হবে না। যেখানে পিলার আছে, তার আশেপাশে মাটির সঙ্গে কাচের গুঁড়ো মেশাতে হবে। তাহলে ইঁদুরের উৎপাত কমতে পারে।
বিডি প্রতিদিন/২০ ডিসেম্বর, ২০১৬/ফারজানা