ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই'র পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তিনবার ফোন করায় ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার ট্যুইট করে ক্ষোভ জানিয়ে বলেন, ‘বিজেপি সরকার কেন প্রতিহিংসার রাজনীতি করছে? আমার দলের লোকসভার নেতা সিবিআই'র থেকে তিনবার ফোন পেয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তার দলকে যতই চোখ রাঙানো হোক, নোট বাতিল ইস্যুতে লড়াই চলবে’।
এদিকে সিবিআই’এর ফোন নিয়ে তৃণমূল সাংসদ ও রেলের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সুদীপ বন্দোপাধ্যায় জানান ‘পরে আমি সিবিআইকে ফোন করি। তারা জানায় আমাকে তাদের অফিসে যেতে হবে’।
নোট বাতিলের পর থেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। সোমবারই মোদি সরকারকে তোপ দেগে মমতা বলেন সরকার বুঝতেই পারছে না যে এই সিদ্ধান্তের ফলে দেশের সাধারণ মানুষ ‘ফকির’ হয়ে গেছে।