২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত ভারতের রেলমন্ত্রী থাকাকালীন একের পর এক প্রকল্প উদ্বোধন করেছেন মমতা ব্যানার্জি। উদ্বোধনের হিড়িকের জেরে তাকে ‘শিলা দি’ (শিলান্যাস করেছিলেন বলে তাকে এই নামে ডাকা হতো) বলে কটাক্ষ করতে শুরু করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। যদিও পরবর্তী সময়ে তার হাতে শিলান্যাস হওয়া একাধিক প্রকল্পই বাস্তবে রূপ পায়নি। পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পরও নিজে হাতে বিভিন্ন প্রকল্প উদ্বোধনের সেই ধারা বজায় রেখেছিলেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন সভামঞ্চ থেকেই বোতাম টিপে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করতে দেখা যায়। তবে এবার তাকে ছাপিয়ে গেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।
মঙ্গলবার ফিতা কেটে মাত্র ৪ ঘণ্টায় ৩০০টি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন তিনি। যার মধ্যে রয়েছে ১০০ একরের ওপর একটি গোটা তথ্যপ্রযুক্তি নগর (আইটি সেক্টর), ৯৮৩ কোটি রুপি খরচে একটি ক্যান্সার হাসপাতাল, ৮৫০ কোটি রুপির একটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র এবং অলিম্পিকের মাপে একটি বড় সুইমিং পুল। সব মিলিয়ে প্রায় ৫০ হাজার কোটি রুপির প্রকল্পের উদ্বোধন করলেন সমাজবাদি পার্টির (এসপি)’এর তরুণ নেতা।
আগামী ফেব্রুয়ারিতেই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। যে কেনোদিনই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তাই তার আগে খাওয়া-দাওয়া ভুলে উদ্বোধন করে চলেছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী। কারণ নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যজুড়ে নির্বাচনী বিধি বলবৎ হয়ে যাবে, আর তা হয়ে গেলে আর ফিতা কাটা যাবে না।
গত মাসেই লক্ষ্ণৌ থেকে আগ্রা পর্যন্ত প্রায় ৩০২ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। প্রায় ১০ হাজার কোটি রুপি খরচ করে তৈরি করা হচ্ছে এই জাতীয় সড়ক। পাশাপাশি লক্ষ্ণৌ মেট্রো রেলেরও প্রথম ধাপের ট্রায়াল রানের উদ্বোধন করেন তিনি, যদিও আগামী কয়েক মাসের মধ্যেই যাত্রীদের উদ্যেশ্যে মেট্রো খুলে দেওয়া হবে।
তবে একাধিক উদ্বোধনের মাঝেই এদিন নোট বাতিল নিয়ে মোদিকে তোপ দাগতে ছাড়েননি অখিলেশ। তিনি বলেন, ‘নোট বাতিলের সিদ্ধান্ত আমাদের অনেক পিছনে ফেলে দিয়েছে। আমরা উত্তরপ্রদেশে অনেক এগিয়ে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে সেই গতি স্তব্ধ হয়ে গেল। আপনারাই দেখুন, মানুষ রুপি পাচ্ছে না, তারা মারা যাচ্ছেন’।
বিডি-প্রতিদিন/ ২১ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ